
মাগুরায় ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, সোমবার শিশুটির সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু আজ তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) আবারও ৩-এ নেমে এসেছে।
চিকিৎসকরা জানান, ধর্ষণের পর শিশুটিকে হত্যার উদ্দেশ্যে ফাঁস দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এতে তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। দীর্ঘ সময় অচেতন অবস্থায় থাকার কারণে তার মস্তিষ্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিশুটির মামাতো ভাই জানান, চিকিৎসকরা তাদের জানিয়েছেন শিশুটির অবস্থা ভালো নয়। এখনো লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
- এমজে