Logo

জাতীয়

পাচারের টাকা ফেরত আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৫:১৫

পাচারের টাকা ফেরত আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। এ জন্য সরকারের পক্ষ থেকে বিদেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে। 

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. সালেহউদ্দিন বলেন, ‘আমরা চেষ্টা করছি। বিশাল অংকের টাকা পাচার হয়েছে। এই অর্থ ফেরত আনার জন্য আইনি পদক্ষেপগুলো বিদেশের সঙ্গে সম্পর্কিত। আমাদের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব কিছু টাকা ফেরত আনা। আমরা অন্যান্য অর্থ ফেরত আনার চেষ্টা করছি। পরবর্তী মাসে আরও কিছু ভালো খবর আশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কিছু ইতিবাচক ইন্ডিকেটর পেতে চাই। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিদেশের সঙ্গে কিছু চুক্তি করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাচারের টাকা ফেরত আনা সম্ভব। আমরা ইতিমধ্যেই ২০০ কোটি টাকার ওপর আইডেন্টিফাই করা অনেকের কাছ থেকে অর্থ ফেরত আনার কাজ শুরু করেছি। সব মিলিয়ে হয়তো আমরা কিছুটা অর্থ ফেরত আনতে পারব।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর