Logo

জাতীয়

এনসিটিবি চেয়ারম্যান

রাখাল রাহার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ অপপ্রচার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৭:৪১

রাখাল রাহার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ অপপ্রচার

অন্তর্বর্তী সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক রাখাল রাহার বিরুদ্ধে ‘পাঠ্যবই ছাপানোর কাগজ ব্যবসার ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্য’ সম্পর্কিত অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগটি অস্বীকার করেন।

তিনি বলেন, ‘রাখাল রাহার বিরুদ্ধে ওঠা কমিশন বাণিজ্যের অভিযোগ একেবারেই অপপ্রচার। তিনি পাঠ্যবই ছাপানোর কাগজ ব্যবসার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না। পাঠ্যবইয়ের কাগজ কেনার জন্য মাত্র ১০০ কোটি টাকা খরচ হয়েছে, সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কিভাবে হতে পারে, সেটা বোধগম্য নয়।’

এনসিটিবি চেয়ারম্যান আরও বলেন, ‘যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া এবং প্রোপাগান্ডা। রাখাল রাহা চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, তবে তিনি টেন্ডার, পাঠ্যবই ছাপা বা কাগজ কেনার কোনো কাজের সঙ্গে জড়িত ছিলেন না। এসব কাজ সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়েছে।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর