প্রেস সচিব
জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গতি আসবে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৬:৪১
-67d164d69386e.jpg)
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গতি আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জাতিসংঘের মহাসচিবের সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয় হিসেবে তুলে ধরা হবে।
বুধবার (১২ মার্চ) বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা চান যে রোহিঙ্গা সংকটটি বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় উঠে আসুক।’
জাতিসংঘের মহাসচিব ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সফরকালে গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন।
প্রেস সচিব বলেন, ‘মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর শাসনে থাকা পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় সরকার কাজ করছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে।’
এ ছাড়া সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন সম্পর্কিত বিষয়েও জাতিসংঘ মহাসচিব ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবেন বলে জানানো হয়েছে।
- ডিআর/এমজে