নারী নির্যাতন প্রতিরোধ কমিটি
‘নারীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:৫৩
-67d191e5c195e.jpg)
নারীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত উল্লেখ করে ‘নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি’ উদ্বেগ প্রকাশ করেছে। দেশের নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণসহ নানা ধরনের বিদ্বেষের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কমিটি।
বুধবার (১২ মার্চ) কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘এটা কোনো সুস্থ, স্বাভাবিক সমাজের চিত্র নয়। সারা দেশে নারীরা যত্রতত্র শারীরিক, মানসিক এবং যৌন হেনস্তার শিকার হচ্ছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।
কমিটি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, নারীদের প্রতি সহিংসতা, হেনস্তা, নারীবিদ্বেষ এবং মব-সন্ত্রাসের মাধ্যমে নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, ফলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ছাড়াও নারীদের শিকার হওয়ার পর তাদের নাম ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হচ্ছে। অভিযুক্তদের মুক্তি দেওয়ার অপতৎপরতা চলছে বলে অভিযোগ করা হয়েছে।
নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির পক্ষে কমিটির চেয়ারপারসন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আহ্বায়ক ফওজিয়া মোসলেম ছাড়াও নানা শ্রেণি-পেশার ১০৯ জন এতে সংহতি প্রকাশ করেছেন।
সুলতানা কামাল, রশিদ-ই-মাহবুব, এস এম এ সবুর, লতিফা সামসুদ্দিন, মফিদুল হক, মাহবুব জামান, শামসুল হুদা, এম এম আকাশ, মাখদুমা নার্গিস, নাজমুন নাহার, রেখা চৌধুরী, রওশন আরা বেগম, সাহানা কবির, মালেকা বানু, নাসিমুন আরা হক মিনু, তানিয়া হক, ঈশানী চক্রবর্তী, আমিনুল ইসলাম, চন্দ্রনাথ পোদ্দার, সীমা মোসলেম, মাসুদা রেহানা বেগম, রেখা সাহা, হুমায়রা খাতুন, সামিনা চৌধুরী, নাজমা আরা বেগম, মাকছুদা আখতার লাইলী, দীপ্তি রানী শিকদার, সোহরাব হাসান, অশোক কর্মকার প্রমুখ কমিটির পক্ষে সংহতি প্রকাশ করেছেন।
- ডিআর/এমজে