
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন।
চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিব। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে বৈঠক করবেন।
এই বৈঠকে রোহিঙ্গা সংকট এবং এর সমাধানে বাংলাদেশের সাথে জাতিসংঘের সহযোগিতা, সেই সাথে অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবার কথা রয়েছে।
তার আগে শুক্রবার সকাল ৯ টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান হোটেলে গুতেরেসের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব তার রমজান মাসের সংহতি প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন।
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর গুতেরেস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক কক্সবাজার বিমানবন্দরে গুতেরেসকে অভ্যর্থনা জানাবেন।
এদিন সন্ধ্যায় কক্সবাজারে গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। তারা প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠান চলাকালীন এই দুই নেতা রোহিঙ্গা, ইমামসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করবেন।
ইফতারের আগে, মহাসচিব ক্যাম্পের বেশ কয়েকটি সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন, যার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, মাল্টি-পারপাস সার্ভিস সেন্টার এবং একটি পাট উৎপাদন স্থাপনা।
এমএইচএস