Logo

জাতীয়

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:৩৩

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

মার্চ মাসে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার (১৫ মার্চ) তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি পোস্টে জানান, মার্চ মাসে দুইবার দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

আগামী ১৫ থেকে ১৬ মার্চ সিলেট, ময়মনসিংহ (নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা) ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পরবর্তী ২০ থেকে ২৩ মার্চ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, ২৮ থেকে ৩১ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাসমূহের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

  • এসআইবি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর