পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৪৩

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (১৭ মার্চ) তিনি পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
এর আগে গতকাল রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
এনএমএম/এমএইচএস