Logo

জাতীয়

‘ধর্ষণ’ শব্দ নিয়ে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৩:২৬

‘ধর্ষণ’ শব্দ নিয়ে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ কিংবা ‘নারী নিপীড়ন’ ব্যবহারের পরামর্শ দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (১৭ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বিবৃতি পাঠিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।

গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেছিলেন, আমি দুইটা শব্দ খুব অপছন্দ করি, আমি অনুরোধ করব এ দুইটা শব্দ বলবেন না। ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা ‘নারী নির্যাতন’ বলবেন, ‘নারী নিপীড়ন’ বলবেন।

তার ওই বক্তব্যে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নারী অধিকার সংগঠনগুলোর। ধর্ষণ শব্দ ব্যবহার না করার মধ্য দিয়ে ডিএমপি কমিশনার ধর্ষণকারীদের সুরক্ষা দিতে চাইছেন বলে অভিযোগ ওঠে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান রোববার এক মানববন্ধনে বলেন, ‘এর মাধ্যমে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তার এ বক্তব্য প্রত্যাহার করা উচিত।’

এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতেও বলা হয়, ‘ধর্ষণ মানে ধর্ষণ, তা সে ৮ বছরের শিশুর ক্ষেত্রে হোক কিংবা ৮০ বছরের বৃদ্ধার ক্ষেত্রে। এমন জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই অভিহিত করা উচিত।’

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর