Logo

জাতীয়

প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে সহায়তার আশ্বাস ওআইসির

Icon

বাসস

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ২৩:৪৭

প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে সহায়তার আশ্বাস ওআইসির

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে সহায়তা করার আশ্বাস দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। 

সোমবার (১৭ মার্চ) ওআইসি মিশন প্রধানরা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেছেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বাংলাদেশে নিযুক্ত ওআইসি সদস্য দেশগুলির মিশন প্রধানরা প্রবাসী বাংলাদেশিদের আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন ওআইসি দূতদের কাছ থেকে সহায়তা চেয়েছিল, যাতে ওইসব দেশে বসবাসকারী প্রবাসীরা ভোট দিতে পারেন। তাদের মধ্যে অনেকেই সহায়তা প্রদানের ইচ্ছা প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনার বলেন, ওআইসি দূতরা বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকে আমন্ত্রণ জানানোর পরামর্শও দিয়েছেন। আমরা তাদের এই পরামর্শকে স্বাগত জানিয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসির নেওয়া প্রস্তুতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে মো. সানাউল্লাহ বলেন, আমরা তিনটি প্রস্তাবিত বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছি - একটি সময়সীমাবদ্ধ পোস্টাল ব্যালট সিস্টেম, একটি অনলাইন ভোটিং পদ্ধতি ও অপরটি প্রক্সি ভোটিং।

তিনি বলেন, ইসি এখনো এই তিনটি মডেলের কোনোটিই চূড়ান্ত করেনি। সব মডেল নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান সাংবাদিকদের বলেন, তার দেশ বিশেষ করে বিদেশি ভোটারদের জন্য এবং অবাধ ও সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তার অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভোট নির্বাচন নির্বাচন কমিশন সংসদ নির্বাচন ওআইসি বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর