Logo

জাতীয়

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৩৮

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে মার্চ মাসে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (১৫ মার্চ) তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২০ থেকে ২৩ শে মার্চ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, ২৮ থেকে ৩১ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাসমূহের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

  • এসআইবি/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া পূর্ভাবাস বজ্রসহ বৃষ্টি দুই বিভাগ সিলেট চট্টগ্রাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর