জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর প্রধান হলেন মহিউল ইসলাম

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৫:৩২
-67d93dae36de5.jpg)
অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম। মঙ্গলবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
৯৯৯ এর কর্মকর্তা ইনস্পেক্টর আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দায়িত্বভার গ্রহণ করেই ৯৯৯-এ কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় করেছেন তিনি। মতবিনিময়ে তিনি ৯৯৯ এর সুনাম অক্ষুণ্ন রাখার জন্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, পেশাদারিত্বের মাধ্যমে ৯৯৯-কে সামনে এগিয়ে যেতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হতে হবে; সে লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।’
এনএমএম/এমআই