Logo

জাতীয়

দুর্ভোগহীন ঈদযাত্রা : আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৬:৩৯

দুর্ভোগহীন ঈদযাত্রা : আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা

আর মাত্র কয়েকদিন পরই উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পরিবার পরিজনের সাথে ঈদ পালন করতে ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অন্যদিকে গত সোমবার থেকে ঈদ উপলক্ষে আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে।

ঈদ আনন্দের দিনটি যতোই ঘনিয়ে আসছে ততোই যাত্রীদের ভিড় বাড়ছে বাস টার্মিনাল থেকে শুরু করে রেলস্টেশন ও লঞ্চঘাটে। তবে অতীতের মতো চিরচেনা সেই উপচে পড়া ভিড় কিংবা দুর্ভোগ নেই বললেই চলে।

বৃহস্পতিবার (২৭ মারচ) সরেজমিন ঘুরে দেখা গেছে, কমলাপুর রেলস্টেশনে সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। ঈদে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ইতিমধ্যে পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এছাড়া রেলের আন্তঃনগর ট্রেনগুলোতে যুক্ত করা হয়েছে ৪৪টি নতুন কোচ।

যাত্রীদের ভোগান্তি কমাতে টিকিট ছাড়া প্লাটফর্মে প্রবেশ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে। কমলাপুর রেলস্টেশনের পাশাপাশি জয়দপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘সময় মেনে ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ায় স্টেশনে অতিরিক্ত যাত্রী জড়ো হচ্ছে না। আর বাড়তি ভিড়ও পরিলক্ষিত হচ্ছে না। প্রতিদিন ৫০ হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে কমলাপুর ছেড়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (আজ) বিকেল থেকে যাত্রীর চাপ বাড়তে পারে। আগামীকাল সরকারি ছুটির প্রথম দিনে গার্মেন্টস কারখানা ছুটির পরে পুরোদমে যাত্রীর আগমন শুরু হবে। বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা বিলম্ব করেছে। এছাড়া এখনো পর্যন্ত ছেড়ে যাওয়া আর কোনো ট্রেনই সিডিউল মিস করেনি।’

এদিকে বাস টার্মিনালেও ভিড় বাড়ছে প্রতিনিয়ত। যাত্রীদের ভিড়ে পকেটমার, ছিনতাইকারী, অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতেও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৪ এর সিও কর্নেল মো. মাহবুব আলম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রথম স্তরে ২৪টি টহল কার্যক্রম চালানো হবে। দ্বিতীয় স্তরে ছিনতাইকারী ও মলমপার্টির হাত থেকে রক্ষা করতে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা কাজ করছেন। তৃতীয় স্তরে মোবাইল স্ট্রাইকিং কোর্ট রয়েছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর