Logo

জাতীয়

ঢাকা-বেইজিংয়ের ৯ চুক্তি স্বাক্ষর

Icon

বাসস

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৫:২২

ঢাকা-বেইজিংয়ের ৯ চুক্তি স্বাক্ষর

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চলমান চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে মোট নয়টি চুক্তি স্বাক্ষর হয়েছে।  

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

চুক্তিগুলোর মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে—
- উন্নয়ন সহযোগিতা 
- ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা 
- সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক বিনিময় ও সহযোগিতা
- সংবাদ ও গণমাধ্যম বিনিময়
- স্বাস্থ্য খাতসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র  

চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন এক দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর