Logo

জাতীয়

রাজারবাগে পুলিশ সদস্যদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৫:৩০

রাজারবাগে পুলিশ সদস্যদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে নগরবাসীর নিরাপত্তায় নিরলস দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সাথে মেস পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

সোমবার (৩১ মার্চ) সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শনে গিয়ে তারা পুলিশ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন। নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর