বাংলাদেশের জনগণকে ঈদ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২১:২৮
-67eab49b0ca92.jpg)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এতে তিনি বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে পাঠানো বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘পবিত্র রমজান মাসের সমাপ্তির সাথে সাথে আমি এই আনন্দময় মুহূর্তে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘পবিত্র এ মাসে ভারতের ২০ কোটি মুসলমান বিশ্বব্যাপী তাদের মুসলিম ভাই-বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে অংশ নিয়েছেন। ঈদুল ফিতরের আনন্দময় উৎসব আমাদের দয়া, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।’
বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্ব আরও দৃঢ় হবে।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বার্তায় মোদি তার সর্বোচ্চ বিবেচনার নিশ্চয়তা প্রদান করেছেন।
এমএইচএস