Logo

জাতীয়

দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাল বাংলাদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৫:১২

দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাল বাংলাদেশ

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রীর দ্বিতীয় মিশন পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এ সরবরাহ ও ওষুধ পাঠানো হয়েছে।

এই মিশনে রয়েছে উদ্ধার ও চিকিৎসা দল। যা তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি), সেনাবাহিনীর ডাক্তার এবং বেসামরিক ডাক্তারদের সমন্বয়ে গঠিত। এ টিমে রয়েছেন মোট ৫৫ জন উদ্ধারকারী ও চিকিৎসক এবং ৩৭ জন ক্রু সদস্য।

এ ছাড়াও মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো হয়েছে আট টন শুকনা খাবার, ২.৫ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি পণ্য ও ১.৫ টন ত্রাণ তাঁবু।

এর আগে রোবার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী প্রথম মিশন পাঠায়। যার মধ্যে ছিল ওষুধ, তাঁবু, শুকনা খাবার এবং চিকিৎসা দল।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর