Logo

জাতীয়

ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৭:০৮

ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

ঈদুল ফিতরের দ্বিতীয় দিন দর্শনার্থীদের ঢল নেমেছে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত সোয়া এক লাখ দর্শনার্থী মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এসেছে। দুই লাখ দর্শনার্থীর আসতে পারে বলে তারা আশাবাদী।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত চিড়িয়াখানা ঘুরে দেখা যায়, চিড়িয়াখানার সড়কে বাস-সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের দীর্ঘ সারি। একইসঙ্গে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীরা চিড়িয়াখানায় দেখতে পাবেন ‘শাপলা-পদ্ম’। এখানে সর্বমোট ১৩৬ প্রজাতির তিন হাজার ৩২০টি পশুপাখি রয়েছে। তবে এবার দেখানো হচ্ছে না কোনো পশুর খেলা। গতবার হাতির খেলা দেখানোর সময় এক কিশোর মারা যায়। তাই এবার নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ রয়েছে হাতির খেলা।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, দুপুর পর্যন্ত দর্শনার্থী এসেছে প্রায় সোয়া এক লাখ। আমরা ধারণা, বিকেল পর্যন্ত দুই লাখ দর্শনার্থী আসবে।

তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছি। পুলিশ তৎপর রয়েছে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রত্যাশা করি।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর