Logo

জাতীয়

দুর্নীতির অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত : টিউলিপ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪

দুর্নীতির অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত : টিউলিপ

বাংলাদেশে দুর্নীতির অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক। তিনি বলেছেন, যদি বাংলাদেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলে, তাহলে তার আইনজীবীরা যথাযথভাবে উত্তর দিতে প্রস্তুত আছেন।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন করা হলে আমার আইনজীবীরা তার জন্য প্রস্তুত। এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়নি, তবে আমি অপেক্ষা করছি।’

জানুয়ারিতে ব্রিটিশ সরকারের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। সেসময়ে বাংলাদেশে কয়েকটি দুর্নীতির তদন্তে তার নাম উঠে আসে। 

সরকার ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন টিউলিপ। তিনি বলেন, ‘মাসখানেক হয়ে গেল অভিযোগ উঠেছে, কিন্তু (বাংলাদেশের) কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’ 

এদিকে, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)কে পাঠানো এক চিঠিতে অভিযোগগুলোকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে বলা হয়, দুদককে ‘২০২৫ সালের ২৫ মার্চের মধ্যে অথবা তার আগে’ টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করতে হবে, অন্যথায় ‘আমরা ধরে নেব যে, উত্তর দেওয়ার মতো কোনো বৈধ প্রশ্ন নেই।’ 

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগগুলো মূলত তার খালা শেখ হাসিনার শাসনকালে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। 

যদিও টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তিনি কোনো ধরনের ভুল করেননি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর