Logo

জাতীয়

ঈদে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৫

ঈদে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী

ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের সরকারি ছুটিতে ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এক কোটি সাত লাখ ২৯ হাজার ১৫৫ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক এই চার মোবাইল অপারেটরের সিম ব্যবহারকারীদের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান দেওয়া হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে জানান, ঈদের সাতদিনে এক কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। অন্যদিকে, ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা প্রবেশ করেছেন। 

ঈদে কতজন ঢাকা ছেড়ে অন্য গন্তব্য যান, এর সঠিক হিসাব না থাকায় প্রাথমিকভাবে প্রতিবছর সিম ব্যবহারকারীদের তথ্যের ওপর ভিত্তি করে একটি ধারণামূলক হিসাব করা হয়। এতে যারা মোবাইল ব্যবহার করেন না, বিশেষ করে শিশুরা তাদেরকে হিসাব থেকে বাদ দিতে হয় এবং যারা একাধিক সিম ব্যবহার করেন, তাদের সংখ্যাও হিসাবে অন্তর্ভুক্ত হয়।

ঈদে ঢাকা ছেড়েছেন এমন সিম ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ৩০ মার্চ (ঈদের আগের দিন) ঢাকা ছেড়েছেন, যাদের সংখ্যা ছিল ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১। ২৮-৩১ মার্চ চার দিনে ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেন।

ঈদের পরেও ঢাকার বাইরে যাওয়ার প্রবণতা ছিল ব্যাপক। ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

এদিকে, ৬ এপ্রিল (রোববার) থেকে সরকারি অফিস-আদালত ও ব্যাংক খোলার পর ঢাকা ফিরতে শুরু করেছে বাড়ি ফিরে আসা মানুষ। ইতোমধ্যে ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিম ব্যবহারকারী ঢাকায় ফিরে এসেছেন। গত শুক্রবার একদিনে সর্বোচ্চ ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাব অনুযায়ী, ঢাকার বর্তমান জনসংখ্যা সোয়া দুই কোটি। এর মধ্যে এক কোটি মানুষ ঈদ উপলক্ষে অন্য জেলায় যান বলে ধারণা করা হয়।

৩১ মার্চ ঈদুল ফিতর ধরে আগেই ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি দেওয়া হয়েছিল নির্বাহী আদেশে। ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। 

৬ এপ্রিল রবিবার থেকে সরকারি অফিসগুলো খুলবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর