সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘জুলাই-সাহসিকা’

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:২৮

জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘জুলাই-সাহসিকা’ নামে বিশেষ ভিডিও প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ২০২৫ সালের ম্যাডলিন অলব্রাইট পুরষ্কার প্রাপ্তির পর এই ভিডিওটি তৈরি করা হয়।
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বাংলাদেশি মেয়েদের সাহসিকতা ও নেতৃত্বের প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শনিবার (৫ এপ্রিল) ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, জুলাই মাসের আন্দোলনে এক পর্যায়ে সবাই যখন ধরে নিয়েছিল আন্দোলন বোধহয় স্থিমিত হয়ে গেল, তখন বাংলাদেশের মেয়েরাই আমাদেরকে পথ দেখিয়েছিল। ‘তুমি কে, আমি কে- রাজাকার, রাজাকার’ স্লোগানে বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করে জুলাই আন্দোলনের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা।
আরও লেখা হয়েছে, বাংলাদেশের সাহসী মেয়েরা শুধু যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তা না, বহু জায়গায় তারা নেতৃত্ব দিয়েছিল। হাসিনার খুনি বাহিনীর আক্রমণের মুখে আন্দোলনকারী পুরুষ সহপাঠীদের সামনে অকুতোভয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কতৃক ২০২৫-এর ম্যাডলিন অলব্রাইট পুরষ্কার প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ভিডিও ‘জুলাই- সাহসিকা’- উল্লেখ করে আরও লেখা হয়েছে, আমরা নিশ্চিত জানি এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে।
এইচকে/