Logo

জাতীয়

খুলল ব্যাংক-বিমা ও সরকারি অফিস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৮:০৫

খুলল ব্যাংক-বিমা ও সরকারি অফিস

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে শনিবার (৫ এপ্রিল)। টানা ৯ দিনের লম্বা এই ছুটি শেষে আজ (রোববার) থেকে ফের খুলল সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা কোম্পানির অফিস। সেই সঙ্গে শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেনও।

গত ৩১ মার্চ পালন হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদের সাধারণ ছুটি শুরু হওয়ার আগে ২৮ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটির দিন। আর ঈদের ছুটি শেষে ৪ এপ্রিল শুক্রবার ও ৫ এপ্রিল শনিবার হওয়ায় আরও দুদিন ছুটি মেলে। সব মিলে ঈদ উপলক্ষে ৯ দিন বন্ধ থাকে সরকারি অফিস। সেই সঙ্গে ব্যাংক, বিমা ও শেয়ারবাজার টানা নয় দিন বন্ধ থাকে।

৯ দিনের এই ছুটি শেষ হয়েছে গতকাল। আজ থেকে ফের সব সরকারি, বেসরকারি অফিস খুলল। সেই সঙ্গে খুলছে ব্যাংক ও বিমা কোম্পানির অফিস। পাশাপাশি শেয়ারবাজারেও শুরু হবে লেনদেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই লেনদেন চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন, শেয়ার কেনা-বেচা করা যাবে।

এর আগে, রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে আজ থেকে আগের মতোই  সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।

এদিকে, ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে শনিবার সকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেন কর্মজীবীরা। এদিন ভোর থেকেই ঢাকার বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ দেখা যায় সদরঘাটে।

ঢাকায় ফেরতরা জানান, কর্মস্থলে যোগ দিতে একদিন আগেই ঢাকা পৌঁছেছেন তারা। অন্যবারের তুলনায় এবার যাত্রাপথে বিড়ম্বনা কম বলেও জানিয়েছেন কর্মজীবীরা।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর