Logo

জাতীয়

চিফ প্রসিকিউটর

আয়নাঘরে বোমার সঙ্গে টাইমার সেট ছিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৪২

আয়নাঘরে বোমার সঙ্গে টাইমার সেট ছিল

আয়নাঘরে বোমার সঙ্গে টাইমার সেট ছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার (৬ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে তিনি এ কথা জানান।

আয়নাঘরে তদন্তকাজের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা যখন না বুঝে..., সেখানে বোমা ফিট করা ছিল। সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল। আমাদের অ্যাপারেন্টলি বোঝা যায় যে, এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছে, তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে।’

তদন্ত কর্মকর্তারা তিনটি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও তদন্ত করেছেন বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলাগুলো তদন্ত করছে।’ 

টিএফআই সেলের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেটার ভেতরে ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে, সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে। যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়াল ভাঙতে হয়েছে। পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছে। সেগুলো সরিয়ে ক্রাইম সিনগুলো বের করতে হয়েছে।’

তাজুল ইসলাম বলেন, ‘এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে, সেগুলো প্রতিদিন জনসমক্ষে আসেনি। যে কারণে অনেকে মনে করতে পারেন যে তদন্তকাজ কিছু হয়নি।’

তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের তদন্ত সময়সাপেক্ষ বিষয়। এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময় ছিল, তখন প্রথম তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৬ মাস সময় নিয়েছে।’ 

এ মাসের মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ দাখিল করা সম্ভব হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর