Logo

জাতীয়

গণহত্যার মামলায় এসি তানজিল-ওসি হাসান ট্রাইব্যুনালে

Icon

বাসস

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৩

গণহত্যার মামলায় এসি তানজিল-ওসি হাসান ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে রোববার (৬ এপ্রিল) তাদের হাজির করে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার প্রতিবেদন দাখিলে দিন ধার্য রয়েছে।

গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ আদেশ দেন।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও দলীয় ক্যাডার হত্যা, গণহত্যা ও নির্বিচারে গুলি করে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। এ অপরাধে জড়িতদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর