Logo

জাতীয়

৮ মাসে দেশে সুদৃঢ় বিনিয়োগ পরিবেশ তৈরি হয়েছে : প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩৭

৮ মাসে দেশে সুদৃঢ় বিনিয়োগ পরিবেশ তৈরি হয়েছে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গত আট মাসে বাংলাদেশে একটি সুদৃঢ় এবং বিদেশি বিনিয়োগের জন্য সর্বোত্তম পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি দাবি করেছেন, দেশের ইতিহাসে এটি সর্বোত্তম সুযোগ এবং সুবিধাজনক পরিবেশ যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য আগে কখনোই ছিল না। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে চীনা বিনিয়োগকারীদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা গত আট মাস ধরে বাংলাদেশকে একটি ব্যবসা-বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করেছি। এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি একটি সেরা স্থান।’ 

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকারের অধীনে প্রণীত ব্যবসা-বাণিজ্য এবং শ্রমবাজার সংক্রান্ত সংস্কারগুলো বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য এই পরিপূর্ণ পরিবেশ আগে কখনো তৈরি হয়নি। আমরা আশা করছি এটি আরও অনেক বিনিয়োগকে আকর্ষণ করবে।’

তিনি উল্লেখ করেন, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো বড় অর্থনীতির দেশগুলো তাদের উৎপাদন কার্যক্রম বাংলাদেশে স্থানান্তর করতে আগ্রহী হয়ে উঠেছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। 

প্রধান উপদেষ্টা জানান, আগামী মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিয়মিত ব্রেকফাস্ট মিটিং আয়োজন করবে, যা বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্বেগ ও চাহিদা শোনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। 

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর