Logo

জাতীয়

মার্চ ফর গাজা

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন প্রতিবাদী জনতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৯:৫৩

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন প্রতিবাদী জনতা

নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষ আসতে শুরু করেছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, ফিলিস্তিনের পতাকা হাতে ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন মানুষ।

আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ জানিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সমাবেশে সকল স্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে- দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ দেশ বরেণ্য অনেক পরিচিত মুখ।

এসআইবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর