Logo

জাতীয়

দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৮

দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

৬ দফা দাবি আদায়ে আজ (রোববার) দেশব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করবে কারিগরি বোর্ড শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। 

শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচির পর শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। তারা বলেন, সরকারের উচ্চপর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতেই এই মহাসমাবেশের ডাক।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, আমাদের দাবি দ্রুত মানতে হবে। তা হলে আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার বিচার এবং চিকিৎসা নিশ্চিত করুন। আমরা আলোচনার জন্য প্রস্তুত।

আরেক শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, কারিগরি শিক্ষায় বৈষম্য দীর্ঘদিনের। সরকারকে এসব অবহেলা দূর করতে হবে।

শনিবার দুপুর ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন। মানববন্ধন শেষে মূল ফটকে লাল কাপড় টানিয়ে দিয়ে আজকের মহাসমাবেশের ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের দাবি যৌক্তিক হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর