Logo

জাতীয়

মুক্তির স্বাদ পেলেন সাবেক এসপি বাবুল

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮

মুক্তির স্বাদ পেলেন সাবেক এসপি বাবুল

ছবি : সংগৃহীত

মুক্তির স্বাদ পেলেন চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। তিন বছর সাত মাস পর মুক্তির সময় বর্তমান স্ত্রী ইসরাত জাহান মুক্তা ও স্বজনরা কারাগারের ফটকে হাজির হন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ পাহারায় সিলভার রঙের একটা প্রাইভেটকারে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। এ সময় কারও সঙ্গে কথা বলেননি তিনি।

বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দীন চৌধুরী গণমাধ্যমে বলেন, মামলায় ভবিষ্যতে নিয়মিত হাজিরার শর্তে বাবুল আক্তারকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।

এর আগে, গত ২৭ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। ওই আদেশের বিরুদ্ধে গত রবিবার (১ ডিসেম্বর) বাবুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করেন মিতুর বাবা।

বুধবার সকালে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করেন। ফলে তার কারামুক্তিতে আর কোন বাধা ছিল না। 

জেইউ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর