প্রেস সচিব
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আগামী বছর আমাদের একটা বড় কাজ হবে রোহিঙ্গা সংকট নিয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা। এর ভেন্যু ও অন্যান্য বিষয়াবলি মার্চ-এপ্রিলের মধ্যে ঠিক করে ফেলব। আশা করছি, এই সম্মেলনটা হবে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, ‘আশা করছি, বিশ্বের যতগুলো দেশ রয়েছে, সবাই এতে অংশ নেবে। বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ রোহিঙ্গা ইস্যুতে যারা খুবই আগ্রহী তাঁরা সবাই থাকবে।’
প্রেস সচিব আরও বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
ডিআর/এমজে