হেলাল হাফিজের প্রথম জানাজা বাংলা একাডেমিতে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২
কবি হেলাল হাফিজ
কবি হেলাল হাফিজের প্রথম জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন কবির বড় ভাই দুলাল এ হাফিজ।
তিনি বলেন, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলা একাডেমিতে হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
দুলাল এ হাফিজ আরও বলেন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবিকে দাফন করা হবে।
এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। অকৃতদার এই কবির বয়স হয়েছিল ৭৬ বছর।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক বার্তায় বলেছেন, ‘কবি হেলাল হাফিজ তারুণ্যের শক্তি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ। তার কালজয়ী কবিতার মতই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। তার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।’
ডিআর/এটিআর