সংস্কৃতি উপদেষ্টা
হেলাল হাফিজকে একুশে বা স্বাধীনতা পদক দেওয়া জাতির দায়িত্ব ছিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২২
হেলাল হাফিজকে একুশে পদক বা স্বাধীনতা পদক দেওয়া জাতির দায়িত্ব ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন,‘কবি কখনো পদক বা পুরস্কারে জন্য কোনোকিছু লিখেন না; কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তাঁর কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে একুশে পদক বা স্বাধীনতা পদক কখনোই দিই নি আমরা। তাকে পদক দেওয়া জাতির দায়িত্ব ছিল।’
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে হেলাল হাফিজের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘মাত্র একটা কবিতার বই লিখে একটা জাতির শিল্প-সংস্কৃতির ইতিহাসে এত ইমপ্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কি না, আমার ঠিক জানা নেই।’
হেলাল হাফিজের অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি তা প্রকাশ করবে জানিয়ে ফারুকী আরও বলেন,‘হেলাল হাফিজ খুব বেশি কবিতা লিখেননি। তাঁর খুব বেশি বই বের হয়নি। কিন্তু তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কবিতা মনে পড়ে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, কবি তাঁর এক বইতেই চিরস্থায়ী হয়েছেন।’
ডিআর/এটিআর/এনজে