Logo
Logo

জাতীয়

সাবেক এমপি পোটন রিমান্ডে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৩:১১

সাবেক এমপি পোটন রিমান্ডে

নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামাল আশরাফ খান পোটনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে ওই আদেশ দেন।

শুনানি উপলক্ষে সকালে আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক ফেরদৌস আলম আসামিকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানান।

শুনানিতে এ আবেদনের বিপরীতে পোটনের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন চাইলে তা নাকচ করেন বিচারক।  

মামলার বিবরণে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডাকা হয়। ওই সমাবেশ পণ্ড করার জন্য আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির সমাবেশে হামলা চালালে যুবদল নেতা শামীম নিহত হন।

এ ঘটনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করা হয়।

প্রসঙ্গত, রাজধানীর কেরানীগঞ্জ থেকে গত ১৯ ডিসেম্বর পোটন গ্রেপ্তার হওয়ার পরের দিন থেকে কারাগারে আছেন।  

জেইউ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর