Logo
Logo

জাতীয়

ফের গ্রেপ্তার দেখানো হলো আনিসুল-সালমানসহ ৮ জনকে

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:১২

ফের গ্রেপ্তার দেখানো হলো আনিসুল-সালমানসহ ৮ জনকে

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে খুনের ঘটনায় পৃথক মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আটজনকে।

অপর আসামিরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাদেক খান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রসিকিউশন সূত্র জানায়, আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল আহসানকে যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জুনাইদ আহমেদ পলককে নিউমার্কেট থানার শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় এবং সাবেক এমপি সাদেক খানকে মোহাম্মদপুর থানার শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ আদেশ দেন।

এর আগে সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়‌।

মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।

জেইউ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর