এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরকে কারাগারে প্রেরণ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান ওই আদেশ দেন।
রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।
রিমান্ড ফেরতের প্রতিবেদন দাখিল করে বলেন, তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা হোক।
গত ১৮ ডিসেম্বর এ হত্যা মামলায় তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয়।
এ নিয়ে একই থানার পৃথক হত্যা মামলায় দুই দফায় রিমান্ডে নেওয়া হলো।
এ মামলার বিবরণে প্রকাশ, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়া পল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করে। হাজার হাজার নেতাকর্মী হামলার শিকার হয়। গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামের এক কর্মী মারা যায়।
এই ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
গত ৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরেরদিন পল্টন থানার যুবদলের নেতা শামীম হত্যা মামলায় প্রথম দফায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
জেইউ/এমএইচএস