Logo
Logo

জাতীয়

সচিবালয়ের আগুন পরিকল্পিত, ধারণা নৌ কর্মকর্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩

সচিবালয়ের আগুন পরিকল্পিত, ধারণা নৌ কর্মকর্তার

ছবি : সংগৃহীত

সচিবালয়ে লাগা অগুন পরিকল্পিত বলে ধারণা করছেন নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম। কারণ হিসেবে বলছেন, আগুন লেগেছে ষষ্ঠ, নবম তলার পাশাপাশি মাঝেও। এভাবে বিক্ষিপ্ত শর্ট সার্কিট থেকে কখনো আগুন লাগে না। 

এর আগে, বুধবার (২৫ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ঘটনাস্থলে নৌবাহিনীর একটি টিম মোতায়েন করা হয়। সেই টিমের একজন আমিনুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। আমরা সব এখনো আইডেন্টিফাই করতে পারিনি, তবে করব। আমাদের টিম এখানে আছে, কাজ করছে। 

কেন মনে হচ্ছে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড— এমন প্রশ্নে আমিনুল বলেন, শর্ট সার্কিটের আগুন লাগে এক জায়গা থেকে, সব জায়গায় একসঙ্গে ছড়িয়ে পড়ে না। এই আগুন এক সঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে। সঙ্গত কারণে সন্দেহ হচ্ছে এটা পরিকল্পিত আগুন।

এমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর