মুসা আল হাফিজ
‘আগে সংস্কার’ বলা বুদ্ধিজীবীরা আমন্ত্রণ করেছেন এই ভয়াবহ রাত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৫
‘আগে সংস্কার’ বলা বুদ্ধিজীবীরা এই ভয়াবহ রাত (সচিবালয়ে আগুন) আমন্ত্রণ করেছেন বলে মন্তব্য জানিয়েছেন খ্যাতনামা কবি ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহদের ম্যানশন করে মুসা আল হাফিজ লিখেন, ‘মনে করুন দেড় মাস আগের সেই আলোচনা, বিদ্যমান বাস্তবতায় রাষ্ট্র মেরামতের ছয়টি সূত্র বলেছিলাম। বলেছিলাম, আপনি যদি আগামীকালের সংস্কার করবেন বলে আজকের প্রতিপক্ষকে অবহেলা করেন, এক সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার সুরক্ষা নেই।’
তিনি লিখেন, ‘যে বুদ্ধিজীবীরা বলেছেন, আগে সংস্কার, তারপরে সংস্কারকৃত ব্যবস্থার আলোকে বিচার, সেই বুদ্ধিজীবীরা এই ভয়াবহ রাতকে আমন্ত্রণ করেছেন। তারা কি জানতেন না সংস্কার বিলম্বিত প্রক্রিয়া, আর বিচার প্রক্রিয়া দ্রুত কাজ না করলে কী হবে?’
পাঠচক্রের নাম বিপ্লব নয় উল্লেখ করে এই কবি আরও লিখেন, ‘বলেছিলাম, অপরাধীকে আপনি যদি শাস্তির ওপর না রাখেন, তাহলে সে আপনাকে দৌড়ের ওপর রাখবে!’
ডিআর/এটিআর