Logo
Logo

জাতীয়

সচিবালয়ে আগুন

তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রতিবেদন ৭ দিনে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:০০

সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয় এবং প্রতিরোধমূলক সুপারিশ প্রদানের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

কমিটিতে যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয় এমন প্রতিনিধি রয়েছেন জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন বলে আদেশে জানানো হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ভবনটিতে আগুন লাগে। ছয় ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

এইচকে/এটিআর/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর