Logo
Logo

জাতীয়

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯

কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাকরাইল মসজিদে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে মাওলানা জুবায়ের অনুসারী বা শুরায়ে নেজামের কোনো তাবলিগ সাথীর বড় জমায়েতও কাকরাইল মসজিদের আশপাশে নিষিদ্ধ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলীগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই শাখা থেকে জারি করা আরেকটি আদেশে বলা হয়েছে, শুক্রবার কাকরাইল মসজিদের আশেপাশে মাওলানা মোহাম্মদ জোবায়ের- এর অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্প্রতি তাবলিগ জামাতের অভ্যন্তরীণ মতবিরোধে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাদপন্থি ও শুরায়ে নেজামের বিভেদ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কাকরাইল মসজিদে জমায়েত নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দেয়ায় সরকার এ পদক্ষেপ নিয়েছে। 

এ আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শুরায়ে নেজামের অনুসারীরা কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তারা কাকরাইল ও তার আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। 

গত ১৮ ডিসেম্বর (বুধবার) ইজতেমার মাঠে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হন। এ ঘটনার পর সরকার ইজতেমার মাঠে প্রবেশ নিষিদ্ধ করে এবং কাকরাইল মসজিদের পরিস্থিতি নিয়ন্ত্রণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিআর/এমএম/এমএইচএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর