Logo
Logo

জাতীয়

সিটের নিচে চোরাই সোনা, হাজার কোটির বিমান জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানে তল্লাশি চালিয়ে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের সিটের নিচ থেকে বারগুলো জব্দ করা হয়। সোনা পাচারে জড়িত অভিযোগে এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। 

এ ঘটনায় সোনা চোরাচালানের দায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের বোয়িং ৭৭৭-ইআর এয়ারক্রাফটি জব্দ করেছে শুল্ক বিভাগ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ওই ফ্লাইটে সকাল ৯টা ২৫ মিনিটে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা। তল্লাশির সময় ৯-জে নম্বর যাত্রী আসনের নিচে টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কৌশলে রাখা ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। 

সূত্র জানায়, শুল্ক গোয়েন্দার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, তিনি অনলাইনে সোনা বেচা-কেনার সঙ্গে জড়িত। আর চোরাচালানের দায়ে এয়ারক্রাফটিও অভিযুক্ত। এই কারণে কাস্টম আইনে এয়ারক্রাফটটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ সোনার দাম আনুমানিক দুই কোটি ৬০ লাখ টাকা। আর এয়ারক্রাফটির দাম আনুমানিক ১ হাজার কোটি টাকা। সবমিলে ১ হাজার ২ কোটি ৬০ লাখ টাকার জব্দকৃত এলিমেন্টের বিষয়ে ন্যায় নির্ণয়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরাবর চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা। 

এনডিআর/এইচকে/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর