Logo
Logo

জাতীয়

মুফতি রেজাউল করীম আবরার

রাতের ভোটে ক্ষমতায় আসা সরকারের চেয়েও দুর্বল আপনারা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬

রাতের ভোটে ক্ষমতায় আসা সরকারের চেয়েও দুর্বল আপনারা

ছবি : ফেসবুক থেকে নেওয়া

‘অন্তবর্তী সরকার রাতের ভোটে ক্ষমতায় আসা সরকারের চেয়েও দুর্বল’ বলে মন্তব্য জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে আবরার লিখেন, ‘উপদেষ্টা মহোদয়গণ, যান, সবাই মিলে ফারুকি সাহেবের সিনেমা দেখে আসুন।  দুই হাজার মানুষের জীবনের বিনিময় ক্ষমতায় আসার পরও মনে হচ্ছে, আপনারা রাতের ভোটে ক্ষমতায় আসা সরকারের চেয়েও দুর্বল।’

‘চার মাসে আপনারা আসলে করলেন কী’ প্রশ্ন ছুঁড়ে তিনি আরও লিখেন, ‘খুঁজে খুঁজে সব বৃদ্ধদের উপদেষ্টা বানিয়েছেন! প্রথম কয়েকদিন গেল মাহফুজ সাহেবদের ইসলামের ব্যাখ্যা করে। এখন আছেন সংস্কার নাকি নির্বাচন, এগুলো নিয়ে তাত্ত্বিক আলাপে! কেউ কেউ বিদেশ থেকে শিল্পী নিয়ে কনসার্ট করতে ব্যস্ত ? চার মাসে আপনারা আসলে করলেন কী?’

ডিআর/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর