Logo
Logo

জাতীয়

মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতার কথা নেই : মুফতি আবরার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতার কথা নেই : মুফতি আবরার

ছবি : ভিডিও থেকে নেওয়া

মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা নেই বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার। শুক্রবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

আবরার বলেন, সংবিধানে লেখা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ‘ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র’। অথচ এই সংবিধান লেখার একবছর আগে স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের দাবিতে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করলাম।’

তিনি বলেন, স্বাধীনতা ঘোষণাপত্রের মৌলিক চেতনা ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’— এই তিনটি কখনোই ইসলাম ধর্মের বিরোধী কিছু না। বরং এগুলো ইসলামেরই আদর্শ। পৃথিবীতে ইসলামেরচেয়ে বেশি সাম্য প্রতিষ্ঠা করে কেউ দেখাতে পারেনি। মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায়ও ইসলামই সর্বশ্রেষ্ঠ।

মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের চেতনা বাদ দিয়ে সংবিধান লেখা হয়েছে দাবি করে আবরার বলেন, ‘রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া,সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা— মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে দেখান তো?  মুক্তিযুদ্ধের সময় যদি এগুলো বলা হত, তাবে দেশের দুই শতাংশ মানুষও যুদ্ধে অংশ নিত না।’

ডিআর/এটিআর



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর