Logo
Logo

জাতীয়

জুলাই বিপ্লবের স্বরূপ ব্যাখ্যা ৩১ ডিসেম্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:২৯

জুলাই বিপ্লবের স্বরূপ ব্যাখ্যা ৩১ ডিসেম্বর

জুলাই বিপ্লবের স্বরূপ আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাখ্যা করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। 

উমামা ফাতেমা বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কিরূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’ 

৩১ ডিসেম্বর বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘোষণা প্রকাশ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, তারা আলোচনা করবে কীভাবে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং কেন ৯ দফা দাবির বদলে ১ দফায় আন্দোলনকারীরা এসে পৌঁছেছে। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা এবং সরকারের বিরুদ্ধে গঠিত প্রতিবাদ আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানানো হবে। 

শনিবার রাত সোয়া ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘জুলাই বিপ্লবের ঘোষণা’ লেখা একটি গ্রাফিক্স-ছবি পোস্ট করে লেখা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪, কেন্দ্রীয় শহীদ মিনার, বিকেল ৩.০০টা।

এই ঘোষণাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা তুঙ্গে উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ৩১ ডিসেম্বরের এই ঘোষণা নিয়ে বিভিন্ন মতামত শেয়ার করছেন। 

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশা আল্লাহ!

এছাড়া, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক প্রোফাইলে উল্লেখ করেছেন, 31st December, Shaheed Minar, Time: 3:00 PM, For the sake of BANGLADESH...

শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সমর্থকরা ৩১ ডিসেম্বরের এই আয়োজন নিয়ে বেশ আলোচনার ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, সমন্বয়ক রিফাত রশীদ, তারিকুল ইসলামসহ আরো অনেকেই।

শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, কমরেডস, নাউ ওর নেভার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ ওর নেভার।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো?

এ ছাড়া গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের অনেককেই একই ধরনের পোস্ট দিতে দেখা গেছে।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর