জুলাই-আগস্টের ঘটনা পুলিশের জন্য লজ্জার : আইজিপি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৪৪
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, জুলাই-আগস্টের ঘটনাগুলো পুলিশের জন্য লজ্জাজনক ছিল। তিনি আরও বলেন, ওই ঘটনার মাধ্যমে পুলিশ বাহিনী অনেক শিক্ষা লাভ করেছে, এবং এখন পুলিশের পেশাদারিত্ব এবং সেবা প্রদানে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি বাহারুল আলম এ কথা বলেন।
তিনি বলেন, এই লজ্জাজনক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মানুষকে সেবা দিতে হবে পেশাদারিত্বের সাথে, আর এই সেবা দেওয়ার মাধ্যমে আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।
আপুলিশের পুনর্গঠনের দায়িত্ব তার ওপর বর্তেছে মন্তব্য করে তিনি আশা করেন, পুলিশ বাহিনীর সকল সদস্য এই চ্যালেঞ্জিং সময়ে একত্রিত হয়ে কাজ করবেন। আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশ বাহিনী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং তারা একই সাহসিকতার সাথে ভবিষ্যতে পুলিশের গৌরব পুনরুদ্ধারে কাজ করবে।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই-আগস্টের ঘটনা পুলিশ বাহিনীর জন্য লজ্জাজনক। তিনি আরও বলেন, সঠিক পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ বাহিনী জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে পুলিশের সেবা ও সমাজকল্যাণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
আইজিপি বাহারুল আলম সকল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সহায়তায় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী এবং জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কাজ করছেন।
ডিআর/এমএইচএস