Logo
Logo

জাতীয়

৪৩তম বিসিএস : গেজেট থেকে নাম বাদ পড়া প্রার্থীর ক্ষোভ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৫০

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে সোমবার (৩০ ডিসেম্বর) নতুন করে আবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন মোট ১৬৮ জন প্রার্থী। 

প্রথমবার ৪৩তম বিসিএস গেজেটে নাম প্রকাশিত হওয়ার পর, হঠাৎ করে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর সফলতা পাওয়ার পথে বড় এক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তারা। ঠিক কোন অপরাধে সদ্য প্রকাশিত গেজেট থেকে বাদ পড়েছেন তাও জানেন না চাকরিপ্রার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন নতুন গেজেটে বাদ পড়া চাকরিপ্রার্থী কাঞ্জিলাল রায় জীবন। ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১৫ অক্টোবর প্রকাশিত ৪৩তম বিসিএস গেজেটে তার নাম ছিল, তবে ৩০ ডিসেম্বর প্রকাশিত গেজেটে তার নাম নেই।

পোস্টে তিনি লিখেছেন, ‘কেন গেজেটে আমার নাম নেই, কেন কোনো ধরনের ফৌজদারি অপরাধে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও আমি বৈষম্যের স্বীকার হলাম, কেন কোনো ধরনের সক্রিয় রাজনীতিতে যুক্ত না থাকার পরেও আমাকে প্রজাতন্ত্রের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত করা হলো তা আমার জানা নেই। তবে আমার জানার খুবই ইচ্ছা।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমি শুধু জানি আমি সততার সঙ্গে পরিশ্রম করেছি।… আমি শুধু জানি আমি কারো সুপারিশে, কোনো অনৈতিক সুবিধা নিয়ে বিসিএস ক্যাডার হইনি।’ 

ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে বন্ধু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে ছোট ভাই সম্বোধন করে কাঞ্জিলাল লিখেছেন, ‘আমাদের বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ কি এমনই? অতি ক্ষুদ্র মানুষ আমি, পারলে সরকারের উচ্চপদে এই অভাগার আর্তনাদটুকু পৌঁছে দিও।’

গত ৪ জুলাই হাইকোর্টে কোটা সংক্রান্ত শুনানি এবং ১৭ জুলাই শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলার দিনেও তিনি আন্দোলনের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন জানিয়ে তিনি লিখেছেন, একজন সরকারি কর্মচারী হিসেবে এর চেয়ে জোরালোভাবে কোটা আন্দোলনে একাত্মতা পোষণ করা কারো পক্ষে সম্ভব কি না আমার জানা নেই। সেই আমিই আজ বৈষম্যের স্বীকার...।’  

উল্লেখ্য, সোমবার প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে। 

এর আগে গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন ১৬৮ জন। 

বাদ পড়া ১৬৮ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে বাদ পড়েছেন ২৬ জন। পররাষ্ট্র ক্যাডারে তিনজন বাদ পড়েছেন এবং পুলিশে ৮ জন বাদ পড়েছেন। 

এসবি/এনআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর