প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের স্মরণে সুপ্রিম কোর্ট একদিন বন্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে একদিনের জন্য সুপ্রিম কোর্টে বিচার কাজ বন্ধ থাকবে। সুপ্রিম কোর্ট প্রশাসন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আগামী ২ জানুয়ারি (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগের বিচার কাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সিনিয়র আইনজীবী এএফ হাসান আরিফ সুপ্রিম কোর্টের সাবেক অ্যাটর্নি জেনারেল।
ঐতিহ্য অনুযায়ী সুপ্রিম কোর্ট বারের কোনো বিচারপতি বা সিনিয়র আইনজীবীর মৃত্যুতে তার সম্মানে আদালত একদিন বিচার কাজ থেকে বিরত থাকে।
কোর্টের অবকাশকালীন ছুটির মধ্যে তিনি মারা যাওয়ায় সিদ্ধান্ত হয়েছে কোট খোলার পরের দিন তার স্মরণে বিচারিক কাজ বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে আগামীকাল ১ জানুয়ারি খুলছে সুপ্রিম কোর্ট।
গত ২০ ডিসেম্বর উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
জেইউ/এমআই