Logo
Logo

জাতীয়

২৪ নেমে আসুক বারবার : আসিফ মাহমুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৪:৪১

২৪ নেমে আসুক বারবার : আসিফ মাহমুদ

২০২৪ সালকে জীবনের শ্রেষ্ঠ বছর জানিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘২৪ নেমে আসুক বারবার।’

বুধবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।

আসিফ মাহমুদ বলেন, ‘২০২৪; ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর। ২৪ নেমে আসুক বারবার।’

উল্লেখ্য, ২০২৪ সাল স্বৈরাচার আওয়ামী লীগের পতনের বছর। ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় মানুষের কাছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা প্রথমে রাস্তায় নামেন। আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন ও তাদের রাজনৈতিক সংগঠনগুলোর নির্যাতন নেমে আসে শিক্ষার্থীদের ওপর। পরে আওয়ামী লীগের প্রতি জনরোষ বাড়তে থাকে। এক পর্যায়ে নানা শ্রেণিপেশার জনতা ছাত্রদের পক্ষে রাস্তায় নেমে পড়েন। আওয়ামী লীগ সরকারের নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। এভাবে ছাত্র-জনতার ওপর বাড়তে থাকে সরকারের জুলুম। পরে ১ দফা দাবি জোরালো হয়ে ওঠে। এতে শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য হয়। তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হন। ছাত্র-জনতার বিজয় হয়। 

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর