Logo
Logo

জাতীয়

‘ইউনিফর্ম যেদিন খুলেছি, সেদিনই মান-সম্মান চলে গেছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮

‘ইউনিফর্ম যেদিন খুলেছি, সেদিনই মান-সম্মান চলে গেছে’

ছবি : বাংলাদেশের খবর

সারদায় ইউনিফর্ম যেদিন খুলেছি, সেদিনই মান-সম্মান চলে গেছে। আমার পরিচয় সারদায় রেখে এসেছি। কান্নারস্বরে কথাগুলি বলেছেন চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থানরত এক আন্দোলনকারী নারী। 

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ের ৪ নম্বর গেটে এসব কথা বলেন ওই আন্দোলনকারী। এসময় অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা (এসআই)। 

ওই আন্দোলনকারী বলেন, ‘সারদায় ইউনিফর্ম যেদিন খুলেছি, সেদিনই মান-সম্মান চলে গেছে। আমার পরিচয় সারদায় রেখে এসেছি। এজন্য আজকে রাস্তায় বসতেও আমার কিছু যায় আসে না। আমার ফিউচার বলে কিছু নাই।’

তিনি বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগ না এনে যদি আমাদের শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োগ দেয়া হতো, আমরা সরকারের তরুণ জনগোষ্ঠী। আমরা সরকারের শক্তি হতে পারতাম। একটি সক্ষম জাতি গড়তে পারতাম। সরকারের এতো টাকা নষ্ট করে আমাদের রাস্তায় নামানো প্রহসন ছাড়া কিছুই নই।’

তিনি আরও বলেন, ‘আমার মা দিন গুণতো, আমি কবে ফিরে আসবো। আমার বাবা-মার যতেষ্ঠ বয়স হয়েছে। আমার বাবা হার্টের রোগী। আমরা এমন কোনো অপরাধ করিনি, যার জন্য আমাদের চাকরি চলে যাবে। শৃঙ্খলাভঙ্গের যেসব অভিযোগ করা হয়েছে সেগুলো আসলে কোনেও অভিযোগই নয়। ’

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর