Logo
Logo

জাতীয়

তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫

তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ছবি : সংগৃহীত

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ জানুয়ারি) মামলাটি দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তাপসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।  

মামলার এজাহারে বলা হয়েছে, তার ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও পাঁচ লাখ ১৭ হাজার ৫২৭ ডলারের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, তার স্ত্রী আফরিন তাপসও ছয় কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আফরিনের ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ ডলারের অস্বাভাবিক লেনদেন করেছেন।

অবৈধভাবে অর্জিত এই অর্থের তথ্য গোপন ও স্থানান্তরের অভিযোগ এনে এজাহারে বলা হয়েছে, তারা মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করেছেন।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য  গত বছরের ২৪ অক্টোবর তাপসকে চিঠি পাঠায় দুদক। তাকে ৩ নভেম্বর বেলা ১১টায় দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল।

ইতোমধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ছাড়াও সরকারের অগ্রাধিকারের বেশ কয়েকটি প্রকল্পে ‘দুর্নীতির’ অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 

ছাত্র-জনতার ওই আন্দোলন নির্মুলে চালানো গনহত্যার ঘটনায় সাবেক প্রধানমনন্ত্রী, মন্ত্রী-এমপি, পুলিশের সাবেক আইপিজি, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বেশ কয়েকটিতে তাপসও আসামি।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে ফজলে নূর তাপসের ফুফু। সরকার পতনের  আগেই সে বিদেশে চলে গেছে বলে জানা যায়।

জেইউ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর