Logo
Logo

জাতীয়

সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে : প্রধান উপদেষ্টা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:০০

সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে : প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে বলে মন্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৫ জানুয়ারি) রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে।’

তিনি বলেন, ‘আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর