আইডি দিয়ে পারা গেলে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেবো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:১৩
-677b82ab81a69.jpg)
ছবি : সংগৃহীত
আইডি দিয়ে পারা গেলে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
এ সময় তিনি পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এক সময় চিন্তা করেছিলাম, পুলিশ ভেরিফিকেশনটাই উঠিয়ে দেবো। শুধু আমরা কার্ডের (জাতীয় পরিচয়পত্র) উপরেই দেবো, যেহেতু পুলিশ ভেরিফিকেশনে জনগণের একটু হ্যারাসমেন্ট হয়। কিন্তু রোহিঙ্গার সমস্যার যে কথা বললেন, এটার কারণে জিনিসটা উঠানো যাচ্ছে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না, এ ব্যাপারে আমি এখনই বলতে পারব না। বাট যদি দেখা যায় যে, শুধু আমাদের আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ফেরিফিকেশন উঠায় দেবো।’
ডিআর/এমজে